ইতালি ফেরত ১৪২ জনকে বাধ্যতামূলক সঙ্গরোধে রাখার নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ইতালি থেকে ফেরত ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজক্যাম্পে বাধ্যতামূলক সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) আটকে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৪ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এছাড়া পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোন যাত্রী দেশে এলে তাকেও বাধ্যতামূলক সঙ্গরোধ (কোয়ারান্টাইন) করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। নির্দেশ অমান্যকারীদের জন্য জেল জরিমানা করার কথাও বলেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮ টায় ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরেটসের ইকে ৫৮২ ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ১৪২ জন বাংলাদেশি।

এ বিষয়ে ঢাকা জেলার সিভিল সার্জন ডা.মইনুল হাসান জানান, ইতালি ফেরত ১৪২ বাংলাদেশিকে হজ্ব ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের ছেড়ে দেয়া হবে। এরপর তারা বাড়িতে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) থাকবেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রয়োজন মনে করলে সরকারি সঙ্গরোধে (কোয়ারান্টাইন) রাখবেন।