ত্রিশালে বাসচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের
ময়মনসিংহের ত্রিশালে সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কানহর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বৈলর উজানপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭৫) ও তার ছোট ভাই ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ (৫৫)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এশার নামাজ শেষ করে দুই ভাই একত্রে বাড়ি ফিরতে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।