আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় পোশাক শ্রমিক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

এ কারখানার ভেতরে দুর্ঘটনাটি ঘটে, ছবি: বার্তা২৪.কম

এ কারখানার ভেতরে দুর্ঘটনাটি ঘটে, ছবি: বার্তা২৪.কম

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় রসুল খন্দকার (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আশুলিয়ার গৌরিপুর এলাকার ম্যাকসন্স গ্রুপের ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রসুল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার আব্দুল মজিদ খন্দকারের ছেলে। তিনি ওই কারখানায় লোডার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, রসুল দুপুরে আশুলিয়ার গৌরিপুর এলাকার ওই পোশাক কারখানার ভেতরে পার্ক করা কাভার্ড ভ্যানের পেছনে দাঁড়িয়েছিলেন। এসময় চালক গাড়িটি পেছনের দিকে নিলে ওই ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রসুল। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বার্তা২৪.কমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।