বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ফলো করছে বাংলাদেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

কনফারেন্স রুমে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক/ছবি: বার্তা২৪.কম

কনফারেন্স রুমে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক/ছবি: বার্তা২৪.কম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন ফলো করছি আমরা। আমরা সেই গাইডলাইন অনুযায়ী কাজ করছি। সারাদেশের সমস্ত উপজেলায় এই গাইডলাইন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১২ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কনফারেন্স রুমে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জ্বর বা সর্দি-কাশি হলেই আমরা পরীক্ষা করানোর নির্দেশনা দিচ্ছি। আমরা অন্যান্য দেশের মতো উদাসীন নই। আমরা সবকিছু প্রধানমন্ত্রীকে অবহিত করছি। এমনকি সভা সমাবেশ সংক্ষিপ্ত আকারে করার নির্দেশনা দেওয়ায় হয়েছে।

তিনি বলেন, আমাদের স্ক্যানারের কিছু ঘাটতি ছিলো। দুইমাস আগে আমরা এজন্য অর্ডার দিয়েছিলাম। তখন হাতে ধরা স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হয়েছিলা। এটার কোনো ভ্যাকসিন হয়নি। প্রতিরোধ ব্যবস্থা ও আইসোলেশন করাই মূল প্রতিকার।

করোনা মোকাবিলায় সবার সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

স্কুল কলেজ বন্ধ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা শুধু স্কুল নিয়ে কোনো চিন্তা করছি না। শিল্প কারখানাগুলোর দিকেও নজর দিচ্ছি। শিক্ষামন্ত্রীকে আপডেট জানাচ্ছি। উনারা মিটিং করছেন। এ বিষয়ে ওনারা ডিসিশন নিবেন। এখন পর্যন্ত আমাদের দেশ নিরপাদে আছে।

‘প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার দরকার নেই’