বরিশালে আগুন লেগে পাঁচ দোকান ভস্মীভূত
বরিশালের গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্য পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া আরও দুই ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দিনগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাত সোয়া ১২টার দিকে একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে রিপনের ডেকোরেটর, নুর ইসলামের মুদি দোকান, ইলেক্ট্রনিক, কলা ও ফলের আড়ৎ ও চায়ের দোকানসহ মোট সাতটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা বার্তা২৪.কম-কে নিশ্চিত করে গৌরনদী ফায়ার স্টেশন অফিসার আবদুস ছালাম জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়৷ এতে আরও দুই দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনলেও এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলে পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না।
এর আগে সোমবার (২ মার্চ) ভোরে গৌরনদীর একই বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় মিলে ৩৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে যায় । এর মধ্যে পুরোপুরি পুড়ে যায় ২৫টি ও আংশিক পুড়ে ১৪টি দোকান।