বরিশালে শত ভূমিহীন পরিবার পেল খাস জমি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল।
  • |
  • Font increase
  • Font Decrease

জমির কবুলিয়াত রেজিস্ট্রেশন ও সৃজিত খতিয়ান হস্তান্তর /ছবি: বার্তা২৪.কম

জমির কবুলিয়াত রেজিস্ট্রেশন ও সৃজিত খতিয়ান হস্তান্তর /ছবি: বার্তা২৪.কম

বরিশালের বাকেরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একশত ভূমিহীন পরিবারের মাঝে খাস কৃষি জমি হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার ভূমি অফিস চত্বরে এসব পরিবারের মাঝে খাস জমির কাগজ-পত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশ-জাতির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। 

বিজ্ঞাপন

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মানিক হোসেন মোল্লা।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম বার্তা২৪.কম-কে জানান, বাকেরগঞ্জ উপজেলার শত ভূমিহীন পরিবারের মাঝে প্রায় ১০৮ একর খাস কৃষিজমির কবুলিয়াত রেজিস্ট্রেশন ও সৃজিত খতিয়ান হস্তান্তর করা হয়।