বরিশালে স্যার্জিক্যাল পণ্যের দাম বাড়ানোয় জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: বার্তা২৪.কম

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: বার্তা২৪.কম

বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের চালান রসিদ দেখাতে না পারায় তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে নগরীর কাঠপট্টি, জেলখানা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

বিজ্ঞাপন

তিনি বলেন, অভিযানে বেশি দামে সার্জিক্যাল মাস্কসহ অন্যান্য পণ্যের বিক্রির চালান রসিদ দেখাতে না পারায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় বিষ্ণুপ্রিয়া ফার্মেসীকে ৩০ হাজার, সার্জিক্যাল স্টোরে ২০ হাজার ও ব্রাইট হোমিও হলে ১৫ হাজারসহ মোট ৬৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

বাজার নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নিবার্হী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।