বরিশালে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৫ রোগী
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে ভর্তিকৃত পাঁচ রোগী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হন পুরুষ ওয়ার্ডে ভর্তিকৃত রোগী প্রকাশ বিশ্বাস (১৭), সজল বিশ্বাস (১৪), সায়মন ইসলাম লিমন (১১), জিতেন্দ্রনাথ বৈরাগী (৭০), মোফাসের হাওলাদার (৬৫)। আহত রোগীদের দ্রুত উদ্ধার করে আলাদা চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার পরপরই উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বার্তা২৪.কম-কে জানান, কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতালে চিকিৎসা সেবা চলে আসছে। এর আগেও কয়েকবার হাসপাতালের পুরুষ ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ছাদের পলেস্তারা খসে পড়েছে। সর্বশেষ মঙ্গলবার দুপুরে পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে ওই ওয়ার্ডে ভর্তি পাঁচ রোগী আহত হন। তবে এতে কেউই গুরুতর আহত হননি। ঘটনার পরপরই তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।