শাহজালালে ২৮৫০ ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াবাসহ গ্রেফতারকৃত বাবা-ছেলে

ইয়াবাসহ গ্রেফতারকৃত বাবা-ছেলে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুইজন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তারা সম্পর্কে বাবা-ছেলে।

সোমবার (৯ মার্চ) রাতে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকেলে বাবা ইউনুস (৪৫) ও তার ছেলে রাসেল (১৫) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার সন্নিকটে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সে স্থানে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

পরবর্তীতে তাদের বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে ইউনুসের পায়ুপথ থেকে ১ হাজার ৮৫০ পিস এবং মো. রাসেলের পায়ুপথ থেকে ১ হাজার পিস ইয়াবা বের করে আনা হয়।

আর্মড পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘নয়াপাড়া (সাব্রাং) টেকনাফের জাবেদ (৪৫) তাদের এই ইয়াবা ঢাকায় জনৈক ব্যক্তির কাছে মোবাইলে যোগাযোগের মাধ্যমে পৌঁছানোর কথা। বিনিময়ে ইউনুস ৩০ হাজার টাকা পেতো বলে জানায়। তারা উভয়ে নভোএয়ারযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে।’

আটক ইয়াবার বাজার মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা বলেও জানান তিনি।