করোনায় বাংলাদেশের পদক্ষেপ সঠিক: জাপানের রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, বাংলাদেশ সরকার করোনাভাইরাস প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে করোনায় আক্রান্ত তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, সরকার ও সাধারণ জনগণের সচেতনতায় বাংলাদেশ অবশ্যই করোনাভাইরাস মুক্ত হবে।
সোমবার (০৯ মার্চ) বিকেলে বরিশাল সফরকালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান। বরিশাল নগরীর উন্নয়নেও জাপান সরকার কাজ করতে আগ্রহী। তবে বরিশাল নগরীর উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাপান সরকারের কাছে আবেদন জানাতে হবে।
এর আগে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় ডিজএ্যাবল্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত আনোয়ারা তোফাজ্জেল বৃদ্ধাশ্রম ও হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।