জবি ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেফতার ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারকৃত যুবক এবং জব্দ মোটরসাইকেল/ ছবি: বার্তা২৪.কম

গ্রেফতারকৃত যুবক এবং জব্দ মোটরসাইকেল/ ছবি: বার্তা২৪.কম

রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে আনোয়ার ওরফে আনার (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ ভোর রাতে তাকে কোতোয়ালি থানার নবাববাড়ি পুকুরপাড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ৬ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সূত্রাপুর থানাধীন জনসন রোডের খান প্লাজার সামনে দিয়ে হেঁটে ভার্সিটিতে যাচ্ছিলেন। তখন একটি মোটরবাইকে করে আসা অজ্ঞাতনামা দুই বখাটে শ্লীলতাহানি করেন। এরপর ভুক্তভোগী ঐ ছাত্রী সূত্রাপুর থানায় এসে অভিযোগ করেন।

কাজী ওয়াজেদ আলী বার্তা২৪.কমকে আরও বলেন, ভুক্তভোগী ঐ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শ্লীলতাহানির শিকার ঐ ছাত্রী তাকে সনাক্ত করেছেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।