পুলিশের স্টিকারযুক্ত গাড়িতে ছিনতাইকারী, আটক ৫

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক ৫ ছিনতাইকারী/ছবি: বার্তা২৪.কম

আটক ৫ ছিনতাইকারী/ছবি: বার্তা২৪.কম

রাজধানীর রামপুরা থানাধীন এলাকা থেকে ডিএমপি স্টিকারযুক্ত ১টি প্রাইভেটকারসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৯ মার্চ) দুপুরে বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ফয়জুল ইসলাম।

বিজ্ঞাপন

ফয়জুল ইসলাম জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ জানতে পারে যে, ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন বাসা নং-৩৬, রোড নং-০৪, ব্লক-সি ওয়েল বিয়িং ফার্মেসির সামনে কতিপয় ছিনতাইকারী নিয়মিত ছিনতাই করে আসছে।

এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচলরত জনসাধারণকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে জখম করে মূল্যবান সরঞ্জাম, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আজ ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য গিয়াস উদ্দিন মাহমুদ (৪৪), মোশারফ হোসেন মোরশেদ (৩২), বিল্লাল মিয়া (৪০), সিদ্দিক (৩০), আনোয়ার হোসেন (২৬) কে আটক করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ৪টি চাপাতি, ১টি চাকু, ১টি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন, ৯টি সিমকার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে ছিনতাই কাজের সঙ্গে জড়িত।