একবার সুযোগ দিন, উন্নয়নকে বেগবান করবো: রেজাউল
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। সুযোগ পেলে চট্টগ্রামের চলমান উন্নয়নকে আরও বেগবান করবো।
শনিবার (৭ মার্চ) বেলা ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার ওয়াছিয়া আহমাদিয়া সুন্নীয়া এতিমখানা ও মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এম রেজাউল করিম চৌধুরী বলেন, বিভক্ত হলেও আমরা সবাই বৃহত্তর বাকলিয়ার সন্তান। একটি ঘরে পাঁচজন ভাই থাকলে যেমন পাঁচ মতাদর্শ থাকতে পারে, আমাদের বাকলিয়াতেও অনেক ভাই ভিন্ন মতাদর্শে থাকতে পারেন। আপনাদের ভাই-বন্ধু হিসেবে আমাকে একবার সেবক হিসাবে আপনাদের সেবা করার সুযোগ দিন। সকলের মতামতের ভিত্তিতে একটি পরিকল্পিত আধুনিক চট্টগ্রাম গড়ে তুলবো।
মাদরাসার অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে উপাধ্যক্ষ কাজী মফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম শামসুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি হাছান লিটন প্রমুখ।