বরিশালে গলায় গুলি করে কনস্টেবলের ‘আত্মহত্যা’
বরিশালে সুইসাইড নোট লিখে গলায় গুলি করে হৃদয় দাস (২০) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইনসের নবনির্মিত সাততলা ব্রাকের ছাদে এ ঘটনা ঘটে। বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম তার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত হৃদয় জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
জানা গেছে, হৃদয় সকালে ডিউটি শেষ করে ব্র্যাকে ফিরে যান। সকালের কোনো এক সময় ব্র্যাকের ছাদে উঠে বাবা ও ভাইয়ের কাছে চিঠি লেখেন তিনি। পরে বসে বন্দুকের নল দিয়ে গলায় গুলি করে আত্মহত্যা করেন। এরপর দুপুরে সহকর্মীরা ছাদে তার মরদেহ দেখতে পান।
পুলিশ সুপার বলেন, হৃদয় আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে তিনি সুইসাইড নোট লিখে গেছেন এবং সেটি তার বাবা ও ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।