বাসের ধাক্কায় দাদা-নাতির মৃত্যু
রাজশাহীর বাগমারায় বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বড় বিহানালী ইউনিয়নের খন্দকার পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মুরারিপাড়া গ্রামের জাভেদ আলী (৬৮) ও তার নাতি আব্দুল্লাহ (৭)। আব্দুল্লাহ মুরারিপাড়ার মাইনুল ইসলামের ছেলে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ভ্যানচালক জাভেদ আলী তার নাতি আব্দুল্লাহকে নিয়ে ভবানীগঞ্জ বাজারে যান। সেখান থেকে বাজার-সদাই করে দুপুরে ফিরছিলেন। সে সময় নওগাঁর আত্রাইগামী একটি বাস তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাভেদ আলী ও তার নাতি আব্দুল্লাহ মারা যান।
ওসি বলেন, স্থানীয়রা বাসচালককে ধরে পুলিশে সোপর্দ করে। তাকে আটক করে এখন থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করবে বলে জেনেছি। যদি তারা মামলা না করে তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।