ফটিকছড়িতে ‘লিটন বিড়ি’ ও সিগারেটের ফিল্টারসহ গ্রেফতার ২
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের শান্তিরহাট এলাকায় থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার চোরাই সিগারেটের ফিল্টার ও ‘লিটন বিড়ি’ নামে দেশি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসব অবৈধ সিগারেট তৈরির উপকরণ বহনকারী একটি মিনি কাভার্ডভ্যানও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের শান্তিরহাট এলাকার বি.বি ব্রিক ফিল্ডের ভেতর থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলেন দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারের বাসিন্দা মো. ফারুক (২৮) ও একই ইউনিয়নের ছুরামনি এলাকার বাসিন্দা মো. ফয়েজ (৩৭)।
পুলিশ জানিয়েছে, স্থানীয়রা ওই গাড়িটিসহ দুজনকে আটক করে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তারা এসব সিগারেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ওই মিনি কাভার্ডভ্যানটি (রেজি নং চট্ট মেট্রো ন ১১-৮৩০৩) ভেতর থেকে ৩০ কার্টুন সাদা রঙের সিগারেট ফিল্টার (বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা), ৮ কার্টুন ‘লিটন বিড়ি’ (বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মালামাল চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় সরবরাহের জন্য বহন করা হচ্ছিল।
বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করে ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পেনাল কোড ৪১৩ ধারায় মামলা হয়েছে।
প্রসঙ্গত, জব্দ করা ৮ কার্টুন ‘লিটন বিড়ি’র গায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের ছবি মোড়ানো হয়েছে। এসব সিগারেট তার নামেরই নাম করণ করা হয়েছে। চসিকের সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে অবৈধ সিগারেটের স্ট্যাম্প তৈরি ও নকল সিগারেট তৈরির অভিযোগ রয়েছে।
প্রশাসন তার একাধিক গোদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট তৈরি স্ট্যাম্পসহ নানা উপকরণ জব্দ করেছিল।