রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
রাজশাহীর তানোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বিনোদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তানোরের প্রাণপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০) ও একই গ্রামের সামশুদ্দিনের ছেলে ফরিদ আহমেদ (২৫)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে মিনারুল ইসলাম ও ফরিদ আহমেদ মোটরসাইকেলে তানোর উপজেলার যুগিশো থেকে বিনোদপুর মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি আমগাছের সঙ্গে খায়। এতে মোটরসাইকেলের দুইজন গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা মারা যান।
ওসি রাকিবুল বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পর মারা যান তারা। ফলে বিষয়টি এখন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার আওতাধীন। তারা এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তবে তাদের পরিবার যদি কোনো অভিযোগ করতে চাই, তবে তানোর থানা সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।