ডেসকো কর্মকর্তা মাসুদুর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • Rishat Sabbir
  • |
  • Font increase
  • Font Decrease

মাসুদুর হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ছবি: সংগৃহীত

মাসুদুর হত্যার বিচার দাবিতে মানববন্ধন, ছবি: সংগৃহীত

বেসরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকোর কর্মকর্তা মাসুদ কায়সার সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে বাস চালক ও এই দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার সহকর্মীরা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডেসকোর সহকর্মীবৃন্দের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী এ এস এ হামিদ বলেন, মাসুদ কায়সারের মৃত্যুর এক মাস অতিবাহিত হলেও এ ঘটনায় কে জড়িত তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। আমরা চাই ঘাতক বাস, চালক ও তার সহকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘটনাস্থলের সিসি টিভি ক্যামেরা নষ্ট উল্লেখ করে মাসুদের আরেক সহকর্মী তারভীর শাকিল সেগুলো দ্রুত সংস্কারের আহ্বান জানান।

উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারি মতিঝিল শাপলা চত্বরে কলকাতাগামী শ্যামলী-বিআরটিসি বাস মাসুদ কায়সারকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।