মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা আ'লীগের বর্ধিত সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নগরীর সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সভাপতিত্বে এ সভা শুরু হয়৷
সভায় বক্তৃতা দেন বরিশাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীরসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় জেলার দশ উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের উপজেলা সভাপতি, সম্পাদকসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।