‘ভারত অংশ না নিলে মুজিববর্ষের অনুষ্ঠান পূর্ণতা পায় না’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে কথা বলছেন হাছান মাহমুদ, ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলনে কথা বলছেন হাছান মাহমুদ, ছবি: বার্তা২৪.কম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যদি ভারতের অংশগ্রহণ না থাকে, তাহলে মুজিববর্ষের অনুষ্ঠানটি পূর্ণতা পায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বেশ কয়েক মাস আগে এবং তিনি সে আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোনো দেশের যদি একক অবদান থাকে, তাহলে সেটা ভারতের আছে। বাংলাদেশের এক কোটি মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন। ভারত সর্বাত্মকভাবে আমাদের সহায়তা করেছে।’

‘বঙ্গবন্ধুর মুক্তির জন্য তৎকালীন ভারত সরকার ও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে ছুটে গেছেন। সেই আন্তর্জাতিক চাপ ও বিশ্বজনমতের কারণেই পাকিস্তান বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সে কারণেই মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুজিববর্ষের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যদি ভারতের অংশগগ্রহণ না থাকে, তাহলে আমি মনে করি, মুজিববর্ষের অনুষ্ঠানটি পূর্ণতা পায় না। ভারতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ যোগ করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘ভারতে কি ঘটেছে, কি ঘটেনি, সেটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশে তো এমন কোনো পরিস্থিতি বিরাজ করছে না যে ভারতের প্রধানমন্ত্রী আসার ব্যাপারে প্রশ্ন উঠতে পারে। যারা এ প্রশ্ন তুলছে- বিএনপি, তাদের মূল রাজনীতিই হচ্ছে ভারত বিরোধিতা করা। ভারত বিরোধিতাই তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়। সেই রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য মির্জা ফখরুলরা এ প্রশ্ন তুলছেন।’

মোদিকে প্রতিহতের ঘোষণায় সরকার কি ভাবছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশে একটি সাম্প্রদায়িক শক্তি আছে, যারা সব সময় বিরোধী রাজনীতি করে এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা করে। তাদের পক্ষ থেকে এগুলো করা হচ্ছে। এখানে ভারত সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের কোন সরকার ক্ষমতায় আছে, সেটি আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়, ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।’