বরিশালে ৭৪ কিলোমিটার গতিতে বয়ে গেল ঝড়
বরিশালের উপর দিয়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বয়ে গেল ঝড়ো হাওয়া। বাতাসের সঙ্গে ছিল আকাশের কালো মেঘসহ ছিটেফোঁটা বৃষ্টিও। তবে ঝড়ে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল পৌনে আটটার দিকে এ ঝড়ো হাওয়া শুরু হয়। প্রায় ২৫ মিনিট তাণ্ডব চালিয়ে বাতাস বন্ধ হয়ে যায়। তবে মেঘের ডাকে কম্পিত হয়ে ওঠে বরিশাল।
বরিশাল আবহাওয়া অফিসের বেলুন মেকার বেল্লাল হোসেন বার্তা২৪.কম-কে জানান, চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়োহাওয়া বরিশালের উপর দিয়ে বয়ে গেল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার বেগে (৪০ কেটিএস)। পরে আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে স্বাভাবিক হয়ে যায়। তখন আবহাওয়ার স্বাভাবিক তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি।
আবহাওয়া অফিসের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র এবং শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।