সাম্প্রতিক পরিস্থিতি দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না: শ্রিংলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বৈঠক

ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বৈঠক

সাম্প্রতিক পরিস্থিতি বাংলাদেশ-ভারতের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

সোমবার (০২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলের মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, সাম্প্রতিক পরিস্থিতি দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক বিচার করলে চলবে না।। সামাজিক মাধ্যমে কিছু বিদ্বেষ  ছড়ানো হয়েছে। সরকার শক্ত হাতে তা নিয়ন্ত্রণ করছে। আশা করি এই পরিস্থিতি দু’দেশের সস্পর্কে  প্রভাব ফেলবে না।

ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন কিছু চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে এই সফরে সে বিষয়ে কোন সমাধান আসবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রীর বৈঠক যখন হবে আমার মনে হয় তখন বাইলেটারাল কোন ইস্যু বাদ থাকবে না। সব ইস্যু নিয়ে আলোচনা হবে। অপেক্ষা করুণ দেখুন কয়েকদিন পড়েই তো হবে।