দয়া করে আমাকে হিরো বানাবেন না: ময়মনসিংহের এসপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান।  ছবি: বার্তা২৪.কম

বক্তব্য দিচ্ছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান। ছবি: বার্তা২৪.কম

গণমাধ্যমে পুলিশ অফিসারদের হিরো বানিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান।

তিনি বলেন, 'আমি প্রায়ই লক্ষ্য করি কোনো কোনো পত্রিকায় পুলিশ সুপার বা কোনো অফিসারের ছবি বড় করে দিয়ে হিরো বানিয়ে বিশাল এক রিপোর্ট করা হয়। এটি কাম্য নয়। দয়া করে আমাকে ও আমার অফিসারদের হিরো বানাবেন না। আমাকে যদি হিরো বানান তাহলে আমার ভেতরে অহংকার বা আত্মতুষ্টি চলে আসতে পারে।'

সোমবার (২ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার৷

বিজ্ঞাপন

এসপি আহমার উজ্জামান আরও বলেন, 'আমরা সব সময়ই জনতার পুলিশ হতে চাই। যে সংবাদ প্রকাশ করে জনগণের মধ্যে সচেতনতা আসবে বা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখবে সে ধরনের সংবাদ প্রকাশের জন্য আমি অনুরোধ করছি। তবে সেক্ষেত্রে কোনো ব্যক্তি যেন হিরো না হয়। আমি সব সময়ই বলি কোনো ব্যক্তি যেন তার প্রতিষ্ঠানকে ছাড়িয়ে না যায়।'

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহা, প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন মুক্তা ও সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।