ভালুকায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা/ছবি: বার্তা২৪.কম

বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা/ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে বাসের অন্তত ১৫ যাত্রী।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সকালে ওই এলাকায় ঢাকাগামী ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী নিহত হয়। এসময় আহত হয় বাসের অন্তত ১৫ যাত্রী।

পরে আহত ৮ জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।