ইস্কাটনে অগ্নিকাণ্ড

সন্তান, মায়ের পর চলে গেলেন বাবা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আগুনে মৃত শিশু, বাবা ও মা/ছবি: সংগৃহীত

আগুনে মৃত শিশু, বাবা ও মা/ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তান, মায়ের পর এবার মারা গেলেন চিকিৎসাধীন অগ্নিদগ্ধ বাবা শহিদুল কিরমানী।

সোমবার (২ মার্চ) ভোরে তিনি মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন। এনিয়ে এঘটনায় মৃতের সংখ্যা হল ৫ জন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে এবং আহত আরও দু'জনকে (শিশুটির বাবা ও মা) ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। গতকাল শিশুটির মা এবং আজকে বাবা মারা যান।

আরও পড়ুন- ইস্কাটনে আগুন, শিশুসহ নিহত ৩