ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের ওয়েবসাইট উদ্বোধন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ওয়েবসাইটের উদ্বোধন হয়েছে।

রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, ঢাকা ওয়েবসাইটের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।

ঢাকাকে ২০২০ সালের জন্য ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ইস্তাম্বুলে চতুর্থ যুব ও ক্রীড়া মন্ত্রীদের সম্মেলনে ওআইসির যুব সংগঠন ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) এ ঘোষণা দেয়।

২০২০ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আইসিওয়াইএফ। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের তরুণদের চিন্তাভাবনা বিশ্ব দরবারে তুলে ধরতে ঢাকাকে ওআইসি ক্যাপিটাল ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।