জঙ্গলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় একটি জঙ্গল থেকে হেনা আক্তার (৪৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) সকালে উপজেলার মেদুয়ারী গ্রামে বড় মেয়ে মিলি আক্তারের শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হয়েছে।
নিহতের পরিবার জানায়, উপজেলার মেদুয়ারী গ্রামের রফিকুল ইসলাম রবির স্ত্রী হেনা আক্তার শনিবার (২৯ ফেব্রুয়ারি) একই গ্রামের কুমাড়কাটা এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে মেয়ের শাশুড়ি সমলা আক্তার (৬০) ও নাতি শ্রাবনীকে (৭) নিয়ে পাশের রুমে ঘুমাতে যান। পরে সকালে হেনা আক্তারকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের একটি জঙ্গলে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও সিআইডি তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।