‘চেষ্টা করলে সফলতা আসবে’

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো/ছবি: বার্তা২৪.কম

বক্তব্য রাখছেন ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো/ছবি: বার্তা২৪.কম

চেষ্টা করলে সফলতা আসবে। কিন্তু চেষ্টা না করলে সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

শনিবার ( ২৯ ফেব্রুয়ারি) ঢাকার বারিধারায় ন্যাসেন্ট গার্ডেনিয়া হোটেলে ১১তম ‘জাতীয় জাপানি ভাষায় বক্তৃতা প্রতিযোগিতা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাওকি ইতো বলেন, আমি লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। এই প্রতিযোগিতার দুটি ক্যাটাগরিতে যারা প্রথম হবে তাদের এক সপ্তাহের জন্য জাপান সফরে নিয়ে যাওয়া হবে। যারা পুরস্কার পাবে না আমি আশা করি তারাও এ ভাষা ব্যবহার করে কাজের সুযোগ করে নেবেন।

এতে অংশগ্রহণকারী বাংলাদেশের জাপানি ভাষার শিক্ষার্থীরা তাদের ভাষার বৈচিত্র্য, ভাষার ওপর দখল ও প্রকাশভঙ্গি দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন। এই প্রতিযোগিতায় মোট ১৫ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

জাপান দূতাবাস ও জাপানিজ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’র যৌথ উদ্যোগে এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পৃষ্ঠপোষকতায় ছিলো জাপানি প্রতিষ্ঠান গ্রামীণ ইউনিক্লো, জাপানি রেস্টুরেন্ট নাগাসাকি, নিসসেনকেন কোয়ালিটি এভালুয়েশন সেন্টার, রোহতো মেন্থোলেটাম বাংলাদেশ এন্ড জাপানিজ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ইন ঢাকা।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৫ হাজার জাপানি ভাষার শিক্ষার্থী রয়েছে।