বাসে চড়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন মেয়র আতিকসহ কাউন্সিলররা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নব নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন ডিএনসিসি মেয়র আতিক/ছবি: বার্তা২৪.কম

নব নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন ডিএনসিসি মেয়র আতিক/ছবি: বার্তা২৪.কম

নব নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মানিকমিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে ডিএনসিসি টিম। ১০টি এসি বাসে সকল ওয়ার্ড কাউন্সিলরসহ নেতৃবৃন্দকে নিয়ে যাত্রা শুরু হয়।

বিজ্ঞাপন

কাউন্সিলরদের নিয়ে এবারই ব্যতিক্রমভাবে একসঙ্গে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করতে যাচ্ছে টিম ডিএনসিসি।

সকালে মানিকমিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে ডিএনসিসি টিম

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী বিজয়ী হন।

এবারের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হয়েছেন পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে; তিনি পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

ঢাকা উত্তরেও পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম; নৌকায় তার ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোটের বিপরীতে বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষে পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করতে যাচ্ছে টিম ডিএনসিসি

দক্ষিণে ২৪ লাখ ৫৩ হাজার ভোটারের মধ্যে মাত্র ২৯ শতাংশ ভোট দেন। অন্যদিকে উত্তরে ভোটের হার ছিল ২৫ দশমিক ৩০ শতাংশ।

গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়। পরে ২৭ ফেব্রুয়ারি সকালে দুই মেয়রকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ পড়ানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই পাশে দাঁড়িয়ে শপথ পড়েন তারা। এরপর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ পড়ান।