দিল্লিতে সহিংসতার প্রতিবাদে ঢাকায় ইসলামী দলের প্রতিবাদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বায়তুল মোকাররমের সামনে ইসলামী দলগুলোর প্রতিবাদ

বায়তুল মোকাররমের সামনে ইসলামী দলগুলোর প্রতিবাদ

ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতায় হত্যা, মসজিদ-মাদরাসা ও মুসলমানদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী দল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমমনা ইসলামী দলগুলো এ বিক্ষোভ সমাবেশ করে।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অসম্প্রদায়িক মানুষ ছিলেন। তার কন্যা শেখ হাসিনা বারবার সামপ্রদায়িকতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভারতের চলমান সহিংসতার পর আমরা আশা করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ দেশে আগমন প্রতিহত করবেন।

বায়তুল মোকাররমের সামনে ইসলামী দলগুলোর প্রতিবাদ

পাশাপাশি এ দেশের ধর্মপ্রাণ মানুষদের সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের হামলা, অত্যাচার, সহিংসতা করা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জমিয়তে ওলামে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক, জমিয়ত নেতা মাওলানা যাইনুল আবিদীন, খেলাফত আন্দোলনের মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আহমদ আলী কাসেমী। অনুষ্ঠান পরিচালনা করেন ফজলুর রহমান কাসেমী।