এক ঘণ্টায় মিলবে করোনার রিপোর্ট: আইইডিসিআর

  করোনা ভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা/ছবি: সংগৃৃহীত

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা/ছবি: সংগৃৃহীত

মাত্র এক ঘণ্টায় নির্ণয় করা যাবে করোনাভাইরাস (কোভিড-১৯) এর উপস্থিতি। এমনটাই জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কোডিভ-১৯ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, বুধবার দক্ষিণ কোরিয়া থেকে মেশিনটি বাংলাদেশে এসেছে। আইইডিসিআরে মেশিনটি স্থাপন করা হবে। এই মেশিনে মাত্র এক ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

আইইডিসিআর পরিচালক জানান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতালিতে বাংলাদেশি কেউ করোনায় আক্রান্ত হননি। সিঙ্গাপুরে আক্রান্ত পাঁচ জনের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকিরাও সুস্থ। সংযুক্ত আরব আমিরাতে যে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।

তিনি বলেন, আতঙ্কিত হলে মানুষ বেশি নার্ভাস হয়ে পড়বে। দেশের এবং বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে আমাদের প্রস্তুতির ওপর আস্থা রাখুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।