সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে মদন মোহন কলেজ ছাত্রদল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মিছিলটি নগরের রিকাবীবাজার থেকে শুরু হয়ে দরগা গেইট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোক্তার আহমেদ মোক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদুল করিমের পরিচালনায় পথসভায় বক্তারা বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। অবৈধ সরকার তার ক্ষমতা ধরে রাখতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সরকারের ষড়যন্ত্রের শিকার জিয়া পরিবার ও বিএনপি। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে আন্দোলনের ঘোষণা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, সাহান আল মাহমুদ খান, লিমন আহমদ, ইব্রাহিম খলিল, কামরান উদ্দিন অপু, ফজলে রাব্বী, মাসুদুর রহমান মাসুদ, নাজিব আহমদ, ফাহিম আহমদ শাকিল, কাজী ইমরান তালুকদার, ফরহাদ আহমদ রাজা, ইমামুল হক হোসেন প্রমুখ।