সিলেটে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি চলছে
সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিলেট শহরতলীর আলমপুরস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের এই কর্মবিরতি কর্মসূচি শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
জানা গেছে, পদবি ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হচ্ছে।
কর্মবিরতি কর্মসূচি থেকে জানানো হয়, মাঠ প্রশাসনের একজন কর্মচারীকে পদোন্নতি ছাড়াই একই পদে দীর্ঘকাল চাকরি করে অবসরে যেতে হচ্ছে। সরকারি চাকরিতে পদোন্নতি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মাঠ প্রশাসনে এর ব্যতিক্রম চিত্র পরিলক্ষিত হচ্ছে। সচিবালয়সহ অন্যান্য দপ্তরের কর্মচারীরা যথাসময়ে পদোন্নতিসহ বেতন গ্রেডের সুবিধা ভোগ করলেও একই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে অভিন্ন সুযোগ সুবিধা থেকে মাঠ প্রশাসনের কর্মচারীরা বঞ্চিত।