উল্টোপথে গিয়ে জরিমানা গুনলেন এসপির গাড়িচালক!
ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় থেকে নতুন বাজারের দিকে ছুটছিল জেলা পুলিশ সুপারের (এসপি) গাড়ি। গাড়িটির ভেতরে অবস্থান করছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। মাঝপথে চালককে একটি বিপণি বিতানের সামনে দাঁড় করাতে বলেন পুলিশ সুপার।
ইউটার্ন একটু দূরে হওয়ায় গাড়ির চালক সোজা না গিয়ে মিডওয়ে আইল্যান্ডের উপর দিয়ে লেন পরিবর্তন করেন। সঙ্গে সঙ্গে পুলিশ সুপার গাড়িটি থামিয়ে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সালমান খান রাজকে ড্রাইভারের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দিয়ে জরিমানা আদায় করার নির্দেশ দেন।
পরে ট্রাফিক সার্জেন্ট সালমান খান গাড়িচালক আব্দুল কুদ্দুসকে নতুন সড়ক আইনে ‘বেপরোয়া’ গাড়ি চালানোর অপরাধে দুই হাজার টাকা জরিমানা করেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে সার্জেন্ট সালমান খান রাজন বলেন, ‘এসপি স্যারের কাছ থেকে এমন নির্দেশ পাওয়ার পর আমি বিব্রত ও অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। তবে স্যার বলেছেন আইন সকলের জন্য সমান এবং সাধারণ জনগণের চেয়ে পুলিশের ওপর সেটা আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।’
এদিকে, সড়ক ও পরিবহন আইনে সোমবার ময়মনসিংহ নগরে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান।
এমন শাস্তিমূলক ব্যবস্থা সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের মুন্না।
তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘ট্রফিক আইন ভাঙার জন্য নিজের গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশ সুপার যে শাস্তিমূলক ব্যবস্থাটি নিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।’