খুলনায় কম্পিউটার ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট পালন
আমদানিকারকদের সেচ্ছাচারিতার প্রতিবাদে খুলনার কম্পিউটার ব্যবসায়ীরা অর্ধদিবস ধর্মঘট পালন করেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ধর্মঘট শুরু হয়।
খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি (কেসিবিএস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং আইটি ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বিক্ষোভ মিছিলও করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, আমদানিকারকদের কম্পিউটারের যন্ত্রাংশ খুচরা বিক্রি করার নিয়ম নেই। তারপরও তারা বিক্রি করছেন। এভাবে চলতে থাকলে খুলনার কম্পিউটার ব্যবসায়ীরা মুখ থুবড়ে পড়বে। আমরা আমদানিকারদের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
খুলনা কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মুন্সি আরিফুজ্জামান বলেন, দেশে কম্পিউটার যারা আনে তারাই এখন খুচরা বিক্রির ইচ্ছা প্রকাশ করছে। ইতোমধ্যে তারা খুচরা বিক্রির কিছু প্রক্রিয়াও শুরু করেছে। আমদানিকারকরা খুচরা বিক্রি করলে খুচরা ব্যাবসায়ীরা কোথায় যাবে? এজন্য আমরা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এরপরও যদি দাবি মানা না হয় তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।