রাজশাহী মহানগর আ.লীগের সম্মেলন ১ মার্চ, থাকবেন কাদের
রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ সিনিয়র নেতারা সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। প্রধান বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য দেবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, অধ্যাপক আব্দুল খালেক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।
গত ৬ ফেব্রুয়ারি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় ১ মার্চ রাজশাহী মহানগর কমিটির সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এরপর থেকে প্রস্তুতি নিতে শুরু করে মহানগরের নেতারা। মহানগর কমিটির নেতাদের সকলের সম্মতি এবং প্রস্তুতি সম্পন্নে কোনো বাধা না থাকায় ১ মার্চই সম্মেলন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।