চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে খুবির অবসরপ্রাপ্ত অধ্যাপক নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক মিজানুর রহমান, ছবি: সংগৃহীত

অধ্যাপক মিজানুর রহমান, ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র অধ্যাপক মিজানুর রহমান (৬৬)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় খুলনা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খুবির সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের অধ্যাপক মিজানুর রহমান গত জানুয়ারি মাসে অবসর নিয়েছেন। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেনাপোলগামী একটি কমিউটার ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলে তিনি দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় হাত ফসকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান।

জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে কমিউটার ট্রেনে যশোরের ঝিকরগাছা ফুল বাগান দেখতে যাবার কথা ছিল তার।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।