রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি
রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে আহ্বায়ক এবং মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিমকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা কমিটি অনুমোদন দেন।
আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, ফেরদৌসি জোহা, এ.বি সিদ্দিক পিন্টু, রেজাউল করিম, আনোয়ার হোসেন দীপক, নুরুজ্জামান রফিক, মাইনুল ইসলাম, ওয়াসিউর রহমান দোলন, আব্দুর রহিম খান লাভলু, লুৎফর রহমান, শামীম সরকার, কে.এম ইফতেখার হামিদ শ্যামল, নবীউল ইসলাম, পলাশ হোসেন রাঙ্গা, আহসান কামাল, আতিউর রহমান বিদ্যুৎ, মুরাদ শেখ সম্রাট, আনারুল ইসলাম, সাঈদ আহম্মেদ মিন্টু, খাইরুল আলম, শামীম আহম্মেদ, এরশাদুল ইসলাম, আব্দুর রহিম টুটুল, রাকিবুল আজিজ সিহাব, মোস্তফা জাহাঙ্গীর, রেজাউল করিম বাদশা, রেহেনা আলী, সোহেলী খাতুন, সিমিত নাহার হিমেল, হোসনে আরা রিনা, সাজিদ রওশন ইশান, আব্দুল বারী, নজরুল ইসলাম, আশরাফ আলী, মিজানুর রহমান মিজান, এস.কে তুষার, ইদ্রিস আলী, আনিসুর রহমান, নাজমুল হুদা, মুক্তার হোসেন মুক্তা, সাজ্জাদ হোসেন বাদশা, মহিন উদ্দিন, জামাল উদ্দিন, শরিফুল ইসলাম সাগর, হিরা মোস্তাফা।
এদিকে, জাতীয় পার্টির মহানগর কমিটির নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
জানা যায়, কেন্দ্রীয় কমিটির প্রতি অনাস্থা জানিয়ে গত ২০ জানুয়ারি পার্টি থেকে পদত্যাগ করেন রাজশাহী মহানগর কমিটির সভাপতি সাহাবুদ্দীন বাচ্চু। পরে ৩১ জানুয়ারি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিমসহ মহানগর জাতীয় পার্টির এক ডজন নেতা গণপদত্যাগের ঘোষণা দেন। ওই দিনই জাতীয় শ্রমিক পার্টির রাজশাহী মহানগর কমিটির শীর্ষ নেতৃবৃন্দও পদত্যাগের ঘোষণা দেন।