আন্দোলনের মুখে শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার মধ্যে ছাত্রদের এবং রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন শাহ মখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম স্বাধীন।
তিনি বলেন, শিক্ষার্থীরা ১৭দফা দাবি জানিয়েছেন। আমরা তা পূরণের চেষ্টা করছিলাম। কিন্তু কলেজে ক্লাস-পরীক্ষা না থাকায় উদ্ভুত পরিস্থিতিতে ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়। সেখানে সকলের সম্মতিক্রমে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা গেছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই গত ৭ বছর অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করিয়েছে প্রতিষ্ঠানটি। কলেজ কর্তৃপক্ষের প্রতারণার ফাঁদে পড়ে দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
বিষয়টি এতোদিন চেপে রাখলেও সম্প্রতি তা জেনে যায় শিক্ষার্থীরা। তারা দ্রুত বিএমডিসি’র অনুমোদন নিশ্চিত করার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে শনিবার সকাল থেকে ফের অবস্থান কর্মসূচি শুরু করে। পরে দুপুরে জরুরি মিটিং ডেকে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে।