বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৩ উইকেটে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এক বার্তায় রাষ্ট্রপতি দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দিত করেছেন। ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এই খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের ক্রিকেট আরও এগিয়ে যাবে।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে স্বপ্নের ফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ইতালির মিলান থেকে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।’