ঝালকাঠীতে নকল সরবরাহের দায়ে যুবকের জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহ করার দায়ে বিপ্লব হোসেন সানি নামে এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষা চলাকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করার দায়ে তাকে আটক করে পুলিশ। পরে পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সানিকে ২৫ হাজার টাকার আর্থিক জরিমানা, অনাদায়ে এক মাস জেলে পাঠানোর আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।

বিজ্ঞাপন

দণ্ডিত যুবক বিপ্লব হোসেন সানি নলছিটির সদরের বেল্লাল মাঝির ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি, তদন্ত) আব্দুল হালিম তালুকদার বার্তা২৪.কমকে জানান, রোববার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন সানি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ জরিমানা করেন।