বরিশালে ২০১৮ সালের প্রশ্নে এসএসসির এমসিকিউ পরীক্ষা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

২০১৮ সালের প্রশ্নে এসএসসির এমসিকিউ পরীক্ষা

২০১৮ সালের প্রশ্নে এসএসসির এমসিকিউ পরীক্ষা

বরিশালে ২০২০ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে ২০১৮ সালের সিলেবাসের প্রশ্ন অনুযায়ী এমসিকিউ পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরের হালিমা খাতুন স্কুল কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিতসহ ২০ জন পরীক্ষার্থী এ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেয়। পরীক্ষার্থীরা প্রশ্ন হাতে পাওয়ার পরে তাদের পাঠক্রমের সঙ্গে কোনো মিল পায়নি। পরে বিষয়টি জানাজানি হলেও পরীক্ষা শেষে এর কোনো সুরাহা হয়নি।

বিজ্ঞাপন

বিষয়টির সত্যতা স্বীকার করে জগদীশ সরস্বতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘২০ শিক্ষার্থীর ২০১৯-২০ সালের সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার্থীরা প্রশ্ন হাতে পাওয়ার পরে তাদের পাঠক্রমের সঙ্গে কোনো মিল পায়নি। এছাড়া ওই প্রশ্নে কোনো উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা।’

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বার্তা২৪.কম-কে জানান, যে ২০ পরীক্ষার্থীরা ২০১৮ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে তাদের অ্যাডমিট কার্ড ফটোকপি করে বোর্ডে আনা হয়েছে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে কোনো বঞ্চিত করা হবে না বলেও জানান বোর্ড চেয়ারম্যান।