খুলনায় পরিবেশ আদালতের দাবি
খুলনায় পরিবেশ আদালত বাস্তবায়ন দাবিতে আমেরিকান কর্নারের এনভায়রনমেন্ট ক্লাবের পক্ষ থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে পরিবেশ আদালত বাস্তবায়ন দাবিতে আমেরিকান কর্নারের এনভায়রনমেন্ট ক্লাবের সদস্যরা এ স্মারকলিপি প্রদান করে।
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির আমেরিকান কর্নার এর এনভায়রনমেন্ট ক্লাবের সদস্যরা বলেন, একের পর এক ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছাসে সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রেখেছে। উপকূলীয় জেলা খুলনা সব সময়ই দুর্যোগের সম্মুখীন হয়।
তারা বলেন, সুন্দরবন এখন ধ্বংসের মুখে, নানাভাবে পরিবেশ বিধ্বংসী পদক্ষেপ নেয়া হচ্ছে, যা সুন্দরবনকে শেষ করে দেবে। এছাড়া শহরে নদী, বায়ু ও পানি দূষণে যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। এভাবে চলতে থাকলে পরিবেশ বিপর্যয় ঘটতে খুব বেশিদিন লাগবে না। খুলনাঞ্চলের বাস্তবতা অনেক কঠিন। এখানে পরিবেশ আইন অনুযায়ী কেউ অপরাধ করলে আদালতের অভাবে এসবের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা চাইলেও কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে না।
তারা আরও বলেন, খুলনা বিভাগকে মানুষের বসবাস উপযোগী রাখতে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ যথাযথ বাস্তবায়নে খুলনা বিভাগে সরকার ঘোষিত পরিবেশ আদালত স্থাপন এখন সময়ের দাবি। সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে খুলনায় পরিবেশ আদালত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা খুলনায় পরিবেশ আদালত চাই।
এ সময় উপস্থিত ছিলেন, এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা, রাজীব হাসনাত শাকিল, আমেরিকান কর্নার খুলনার কো-অর্ডিনেটর ফারজানা রহমান, ছায়া বৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, ছায়া বৃক্ষের সদস্য কামাল মুনির, সাংবাদিক খলিলুর রহমান সুমন এবং বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।