ডোবা থেকে ৩৪ দিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

শিশু প্রিয়ার মরদেহ, ছবি: বার্তা২৪.কম

শিশু প্রিয়ার মরদেহ, ছবি: বার্তা২৪.কম

খুলনায় ডোবা থেকে ৩৪ দিন বয়সী প্রিয়া নামে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের বলরামপুর গ্রামের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির বাবা আব্দুর রশীদ একজন দিনমজুর এবং ওই এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে শিশু প্রিয়া তার বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। গভীর রাতে হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এরপর শনিবার দুপুরে পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বলরামপুর এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় মামলা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন