বাংলাদেশের লুব্রিক্যান্ট বিজনেস হাফ বিলিয়ন ছাড়িয়েছে

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের লুব্রিক্যান্ট বিজনেস হাফ বিলিয়ন ছাড়িয়ে গেছে। পেরটামিনা সঠিক সময় পছন্দ করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল সোনারগাঁ-এ পেরটামিনা লুব্রিক্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান পেরটামিনা লুব্রিক্যান্ট বাংলাদেশে যাত্রা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেরটামিনা বিশ্বের ২০টি দেশে বাণিজ্য পরিচালনা করে আসছে। বছরে ব্যবসার পরিমাণ ৪২.৯৬ বিলিয়নে রেকর্ড করেছে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, অনেক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, অনেক শিল্প হচ্ছে। আমি আশা করি প্রাইভেট সেক্টর এই লুব্রিক্যান্ট ব্যবহার করে লাভবান হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যারা বেজড অয়েলের ব্যবসা করেন তারা ভালো সার্ভিস দিতে পারবেন। পেরটামিনা বাংলাদেশে আসায় বাজারে প্রতিযোগিতা তৈরি করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সুয়েমারনো বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। পেরটামিনার এই পথচলা সমৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, পেরটামিনা লুব্রিক্যান্টের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) আদ্রেনিয়া নুসা, ভাইস প্রেসিডেন্ট (ওভারসীস সেলস) কৃষ্ণা আঙ্গারায়নি ও ডিলারগণ।