নীলফামারীতে অবৈধভাবে ভারতে পালানোর সময়ে আটক ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতে পালানোর সময়ে আটক/ছবি: সংগৃহীত

ভারতে পালানোর সময়ে আটক/ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময়ে চার জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ অক্টোবর) আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। এরআগে সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের খাল পাড়া থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত হলেন- নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী মধ্যপাড়া এলাকার শ্রী ললিত চন্দ্র রায়ের ছেলে শ্রী উত্তম কুমার রায় (১৯), বাঙ্গামালী এলাকার দক্ষিণচড়া সবুজ পাড়ার সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২৩), পলাশবাড়ীর কিশামত বশিয়ান এলাকার ডালিম চন্দ্র রায়ের ছেলে সংকর রায় (১৮) ও ডিমলা উপজেলার মেডিকেল মোড় এলাকার শম্ভু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে উপজেলার ঠাকুরগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৭৯২/৫-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেত থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেন বিজিবি।আটককৃতরা অবৈধভাবে একটি চক্রের
সহায়তায় ভারতে পানালোর চেষ্টা করছিলেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহি বলেন, ভারতে পালানোর সময়ে চারজন বাংলাদেশী নাগরিককে আটক করে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।