প্রথমবার ভোটার হলেন ৩৫৩ হিজড়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশনের খসড়া তালিকা প্রকাশ

নির্বাচন কমিশনের খসড়া তালিকা প্রকাশ

এবার প্রথমবারের মতন ভোটার হলেন হিজড়া সম্প্রদায়ের ৩৫৩ জন।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ভোটার তালিকার খসড়া প্রকাশ করেন।

আগামী ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

খসড়া হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন।

খসড়া তালিকায় কোনো সংশোধন থাকলে তা সংশোধনের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান তিনি।