পাটকল শ্রমিকের পায়ুপথে হাওয়া, হাসপাতালে ভর্তি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে ভর্তি পাটকল শ্রমিক আশরাফুল আলী

হাসপাতালে ভর্তি পাটকল শ্রমিক আশরাফুল আলী

খুলনায় পাটকল শ্রমিক আশরাফুল আলীকে (২২) পায়ুপথে হাওয়া দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশরাফুল তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।

জানা যায়, গত বুধবার গভীর রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের সাগর জুট মিলের পাটকল শ্রমিক আশরাফুল আলীকে পায়ুপথে ময়লা পরিষ্কারের মেশিন দিয়ে হাওয়া দিয়ে নির্যাতন করে একই মিলের সহকর্মীরা। রাতেই আশরাফুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আশরাফুলের চাচা মাসুদ শেখ জানান, মিলের কাজ শেষে বুধবার রাতে মিলের মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন আশরাফুল। রাতের কোনো এক সময়ে নাজমুল নামের মিলের আরেক শ্রমিক ময়লা পরিষ্কার করার মেশিনের নল দিয়ে আশরাফুলের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে আশরাফুল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আশরাফুলকে দেখে তখন পালিয়ে যায় নাজমুল। পরে অন্য শ্রমিকরা আশরাফুলকে বৃহস্পতিবার সকালে খুমেক হাসপাতালে ভর্তি করে।

খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. ফারুকুজ্জামান জানান, পায়ুপথে হাওয়া দেয়ার কারণে আশরাফুল গুরুতর অসুস্থ হয়েছে। তার পায়ুপথে ভেতরে বিভিন্ন স্থানে বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে। তবে আগামী ২৪ ঘণ্টা অতিবাহিত হলে বলা যাবে সে শঙ্কামুক্ত নাকি জীবন সংশয়ে আছে।

বিজ্ঞাপন

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ জানান, পায়ুপথে এক পাটকল শ্রমিককে হাওয়া দেয়ার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশরাফুল এখন হাসপাতালে ভর্তি। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি কেউ। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে যে অভিযুক্তের নাম এসেছে সেই নাজমুল নামের শ্রমিককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ আগস্ট খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় রাকিব নামের একটি শিশুকে পায়ুপথে হাওয়া দিয়ে নির্যাতন করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে মারা যায় সে। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন হয়েছিল।