শাহজালাল থেকে ১৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া স্বর্ণ, ছবি: সংগৃহীত

উদ্ধার হওয়া স্বর্ণ, ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।

বুধবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি ০৮৫ তল্লাশিকালে বিজনেস ক্লাসের ৪টি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু পাওয়া যায়। এগুলো খুলে দেখা যায় তাতে ২৪টি স্বর্ণের বার রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।

বিজ্ঞাপন

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম এই অভিযান চালায়।

উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।