আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের সাক্ষাৎ
আবুধাবিতে সাসটেইনেবল উইকের অনুষ্ঠানে যোগদানকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানানো হয়। মঙ্গলবারের বৈঠকে শেখ আবদুল্লাহ বিন নাহিয়ান বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন এবং অগ্রগতির প্রশংসা করেন।
আবুধাবির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে জমি বরাদ্দের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেন দুই মন্ত্রী।
বৈঠকে ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিয়ে স্থবির পরিস্থিতি সম্পর্কেও নাহিয়ানকে অবহিত করেন তিনি। তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ থেকে জনশক্তি নিতে সরকারি ঘোষণার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান মোমেন।
আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আউটসোর্সিং সেক্টরে বাংলাদেশের আইটি পেশাদারদের বিশাল অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ উন্নয়ন কৌশল সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।